শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

পার্বতীপুরে ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ৯:৪১ অপরাহ্ন

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিপ্লব (২৬) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আবুল কালাম (৩০) নামের অপর একজন। তারা দুজনই কাভার্ডভ্যানের চালক-হেলপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে পৌঁছালে সেখানে একটি কাভার্ডভ্যান রেল ক্রোসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনার স্বীকার হয়।

পরে রেল লাইনে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটির সাথে আবারো খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হলে পার্বতীপুর-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে ক্রসিং এর লাইনম্যান আজিজুল পলাতক রয়েছে।

নিহত বিপ্লব নীলফামারী জেলা শহরের আজিজুল ইসলামের ছেলে। আহত চালক আবুল কালামের বাড়িও নীলফামারী জেলায়।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মনিরুল ইসলাম জানান, সকালে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।