শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে আইটি স্পেশালিস্ট মোসলেহ উদ্দিন ভুইয়ার মতবিনিময়

প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ১১:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সুপ্রীম সফ্টটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসলেহ উদ্দিন ভুইয়া (নাহিয়ান) বলেছেন, ‘বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার মূলেই রয়েছে প্রযুক্তি। গণচীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই, এসব দেশ প্রযুক্তিতে অনেক উন্নত। আমাদের প্রযুক্তিতে আরো এগিয়ে যেতে হবে। তবে প্রযুক্তিগত দিকে অগ্রসর হতে গেলে সবার আগে ভাবতে হবে নিরাপত্তা নিয়ে। কারণ যে কোনো সময় সাইবার আক্রমণের ঝুঁকি থাকে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে এ ব্যাপারে জানা কিংবা সতর্ক থাকা। আমি চেষ্টা করছি সুপ্রীম সফ্টটেক এর মাধ্যমে প্রযুক্তি মাধ্যম ব্যবহারকারীদের সচেতন করতে।’

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উক্ত অভিমত ব্যক্ত করেন।

প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় নাহিয়ান আরো বলেন, আজকের তরুণ প্রজন্ম বিশেষ করে স্কুল পড়–য়ারা রাত জেগে মুঠোফোনে ইন্টারনেটসহ নানাবিধ গেমসে আসক্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে অভিভাবকগণ সচেতন হলে কিশোর-কিশোরিরা পড়াশুনা ও খেলাধুলায় আরও মনযোগী হবে। দেশ পাবে শক্তিশালী ও মেধাবী প্রজন্ম। এক্ষেত্রেও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে সুপ্রিম সফটটেক। ভবিষ্যতে চট্টগ্রাম প্রেস ক্লাবকে সাথে নিয়ে এ ধরনের কর্মসূচী নিয়মিত করার আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ এবং যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। সভার শুরুতে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অতিথির হাতে প্রেস ক্লাব সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় অতিথি মোসলেহ উদ্দিন ভুইয়াকে চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্যপদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য ম শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, শহীদ উল আলম, স্থায়ী সদস্য শামসুল হক হায়দরী, মাখন লাল সরকার, যীশু রায় চৌধুরী, হুমায়ুন কবির কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।