চট্টগ্রাম: চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে সেনাবাহিনীর সাঁজোয়া যানের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে মা-ছেলে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন হেফজখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী রোকেয়া বেগম (৫৫) ও তার ছেলে আবদুল মান্নান (৩৭)। নিহতরা ফটিকছড়ি উপজেলার পাঁচ পুকুরিয়ার এলাকার মো. সোলায়মান চৌকিদারের স্ত্রী ও ছেলে। আহতরা হলেন- আশরাফ আলী (২৮), আবদুর ছবুর (২৮), রাশেদা বেগম (৪৫), মো: জাহেদ (৪৫)।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সরকারি সেনাবাহিনীর সাঁজোয়া যান নাজিরহাটের দিকে যাওয়ার সময় পথিমধ্যে মিরেরহাট স্থানে পৌঁছলে প্রথমে নগরী মুখী মালবাহী পিকআপ (চট্টমেট্রো-ন-১১-৬০৬০) ও সিএনজি ট্যাক্সি (চট্টগ্রামÑথ-১৩-১৪৭২)কে ধাক্কা দেয়। পরে সেনাবাহিনীর গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ট্যাক্সি (চট্টগ্রাম-থ-১১-৮৮২২) ও (চট্টগ্রাম-থ-১৩-৫৫০৫) দুইটি গাড়ী নিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী মা ও ছেলে মারা যায়। তাছাড়া দুর্ঘটনায় আরো চার জন আহত হয়।
আহতদের উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রথমোক্ত দুই ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারের কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে আটটায় সংগঠিত দুর্ঘটনার পরপর মহাসড়ককে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে গাড়ী চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ী গুলো থানায় নিয়ে আসা হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান গণমাধ্যমকে বলেন, সেনা সদস্যরা হাটহাজারীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।