চট্টগ্রাম: সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিদ্যুৎ কান্তি দাশ (৩০) ও অপু দাশ (২৯)। একই ঘটনায় আহত হন বাপ্পি দাশ (২৯)। অপু ও বাপ্পির বাসা চট্টগ্রাম নগরীর ঘাটফরহাদবেগ এলাকায় এবং বিদ্যুতের বাড়ি পটিয়ায়।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিন যুবক পটিয়া থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিল। পথে কোনো একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। পরে পুলিশ রাস্তার পাশ থেকে দু’জনের লাশ উদ্ধার করে এবং বাপ্পিকে হাসপাতালে পাঠায়।