বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শনিবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় ১৬ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।
এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, “সাদিপুর সীমান্ত দিয়ে বেশ কিছু নারী পুরুষ শিশু দালালের মাধ্যমে ভারতে থেকে পাচার হয়ে আসছে, এ খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সাদিপুর বাঁশবাগান সীমান্তে অভিযান চালিয়ে ১ শিশু, ৩ নারী ও ১২ পুরুষসহ ১৬ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের বাড়ি খুলনা ও নড়াইল বাগেরহাট মাদারীপুর সহ বিভিন্ন জেলায় ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।