মোর্শেদ নয়ন : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে কাজে যোগ দিয়েছেন মো. রফিকুল ইসলাম; শুক্রবার রাত ১০টায় আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) পংকজ বড়ুয়া।
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়া ওসি মো. রফিকুল ইসলাম ২০১৫ সালের ১৮ মে থেকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কর্ণফুলীতে মাদক নির্মূলে এবং ইয়াবা উদ্ধারে ব্যাপক সাফল্য পান এবং সর্বত্র প্রশংশিত হন। বেশ কয়েকবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছ থেকে সেরা ওসি হিসেবে স্বীকৃতি ও সম্মাননা পান।
পাহাড়তলী থানার নতুন ওসি মো. রফিকুল ইসলাম কর্ণফুলী থানা ছাড়াও এর আগে দুইবারে কসোভো ও দারফুর এ ৩ বছর জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে ছিলেন। এছাড়াও তিনি ওসি হিসেবে কক্সবাজার উখিয়া থানা, চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা, কোতয়ালী থানা, বান্দরবন নাইক্ষ্যংছড়ি থানা সহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি।
এর আগে গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এক আদেশে কর্ণফুলী থানার ওসি মো. রফিকুল ইসলামকে বদলি করে পাহাড়তলী থানায় ওসি পদে দায়িত্ব দেন। পুলিশ প্রশাসনের রুটিন কাজ হিসেবে এই রদবদল ঘটানো হয় বলে নিশ্চিত করে পুলিশ সূত্র।
গত ৭ নভেম্বর পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলির আদেশ দেয় পুলিশ সদর দফতর। ওই আদেশে ওসি আলমগীরকে বগুড়ায় এপিবিএন-৪ এ যোগ দিতে বলা হয়।
দায়িত্বগ্রহণের পর একুশে পত্রিকাকে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে এবং জুয়া ও মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাই।’