মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

| প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০১৭ | ৫:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম টিম।

শনিবার ভোররাতে সদরঘাট থানাধীন কদমতলী রেলওয়ে ব্র্যাক কোয়ার্টার কলোনী থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী রেলওয়ে ব্র্যাক কোয়ার্টার কলোনীর জনৈক মাদক স¤্রাট রবিউলের ঘরে অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৬ পলাতক আসামির বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তথ্য দেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দীন।