চট্টগ্রাম: নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাসিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দ্রুত দেওয়ার তাগিদ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলবেন বলে জানিয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
গত ১৯ নভেম্বর বিকেলে শেরশাহ কলোনি ড. মজহারুল হক শাহ উচ্চ বিদ্যালয়ে নাসিম আহমেদ সোহেল স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান ও স্মরণ সভায় তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, ‘যারা নাসিম আহমেদ সোহেলকে নির্দয়ভাবে খুন করেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে প্রশাসন আজ পর্যন্ত সব খুনিকে গ্রেফতার করতে পারেনি। মামলার চার্জশিট পর্যন্ত এখনও দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলে আমি সোহেল হত্যা মামলার চার্জশিট দাখিলের ব্যবস্থা করব। চার্জশিট দাখিল হলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। ইনশাল্লাহ.. সোহেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।’
একেএম ইমদাদুল আনোয়ারের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, সাবেক কাউন্সিলর ফরিদ আহম্মদ চৌধুরী ও সোহেলের বাবা সার্জেন্ট মো. আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে সিটি মেয়র কৃতি শিক্ষার্থীদের হাতে চেক ও সম্মাননা তুলে দেন।
নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান আয়োজন নিয়ে ছাত্রদের দুইপক্ষের মধ্যে চলা উত্তেজনার মধ্যে গত ২৯ মার্চ ছুরিকাঘাতে মারা যান।
এ ঘটনায় গ্রেফতার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে জানালেও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করা নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে শিক্ষার্থীদের অভিযোগ। নিহত সোহেল মেয়রপন্থি অংশের নেতা ছিলেন।