মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট কাপড়ের গুদাম

| প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০১৭ | ১২:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় আগুনে ঝুট কাপড়ের একটি গুদাম পুড়ে গেছে।

সোমবার রাত ৯টার দিকে আতুরার ডিপো অয়েল মিল এলাকায় চারতলা ভবনের গুদামে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

তিনি বলেন, অয়েল মিল এলাকায় মাসুদ নামে এক ব্যক্তির মালিকানাধীন এ গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।