চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকায় ট্রেইলারচাপায় মোহাম্মদ মোস্তফা নামে ট্রাফিক পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকের এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, সল্টগোলা ক্রসিং ট্রাফিক বক্সে কর্মরত মোস্তফা ব্যারিস্টার কলেজের সামনে দায়িত্ব পালন করছিলেন। এসময় একটি ট্রেইলার তাকে চাপা দেয়। কোমর ও শরীরের নিচের অংশে বেশি আঘাত পেয়েছেন তিনি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৮টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়েছে।
চালক পালিয়ে গেলেও ট্রেইলারটি আটক করা হয়েছে বলে জানান নায়েক শীলব্রত বড়ুয়া।