চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে সরকারি জায়গায় স্থাপন করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।
তিনি বলেন, বুড়িশ্চর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এক ব্যক্তি সরকারি জায়গার উপর অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি জানার পর বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে সহকারি কমিশনার (ভ’মি) এস আর আরমান শাকিল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: রফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুর রহমান সহযোগিতা করেন।