মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিপিএলকে ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা

| প্রকাশিতঃ ২৪ নভেম্বর ২০১৭ | ২:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: বিপিএলকে ঘিরে চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া আসরের সবচেয়ে এই বড় আসরের তৃতীয় পর্ব। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে এ আসরের সাতটি দল চট্টগ্রামে এসে পৌঁছেছে। যাদের নিরাপত্তায় গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। সম্পন্ন হয়েছে মাঠের প্রস্তুতি। আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।

সিএমপি সূত্র জানায়, চট্টগ্রাম পর্বের এ খেলায় অংশ নিতে চট্টগ্রামে ইতোমধ্যে এসে পৌঁছেছে সাতটি দল। দলের খেলোয়াড়দের নিরাপত্তায় প্রায় এক হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে রয়েছে র‌্যাব সদস্যরাও।

এ প্রসঙ্গে সিএমপির কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। এরমধ্যে ক্রিকেটারদের ব্যক্তিগত চলাচলে অনুৎসাহিত করা, নগরীর প্রধান সড়ক শেখ মুজিব রোড যানজটমুক্ত রাখা এবং মোবাইল ছাড়া অন্য কোন কিছু নিয়ে মাঠে প্রবেশ না করার কথা বলেছেন তিনি।

ইকবাল বাহার বলেন, গতকাল রাতে আসা সাতটি দলের পাঁচটি দল হোটেল রেডিসন ব্লু-তে, বাকি দুটি দলের একটি প্যানিনসুলা এবং আরেকটি আগ্রাবাদ হোটেলে অবস্থান করছে। আমরা প্রতিটি টিমকে নিরাপত্তার স্বার্থে বলে দিয়েছি ক্রিকেটাররা যাতে ব্যক্তিগতভাবে চলাচল না করে। একান্তে প্রয়োজন হলে প্রতিটি হোটেলেই পুলিশ টিম থাকবে। তাদের সঙ্গে নিয়ে যেন বের হন।