চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোররাত ৩টার দিকে নিউ মার্কেট মোড়ে তুবা লাইন পরিবহনের বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাসটির চালক মোস্তফা (৫৫), যাত্রী রিফাত (৩২) ও জোবায়ের (২৪)। দুই যাত্রী কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সাবাজার থেকে ঢাকাগামী বাসটিকে নিউ মার্কেট মোড়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ইঞ্জিন কভার ও দুই যাত্রীর কাছে থাকা সুপারির ব্যাগে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।