
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি বকতিয়ার উদ্দিনকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী তার বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরদিনই এই বহিষ্কারের ঘোষণা এলো।
মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বকতিয়ার উদ্দিনকে উপজেলা কমিটির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেশ-বিদেশে বিভিন্ন প্রোগ্রামে তার উপস্থিতি ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা গোপন রেখে তিনি জিয়া মঞ্চের দায়িত্বে ছিলেন।”
বিষয়টি জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, “বিগত সরকারের সময় রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত এমপি হাছান মাহমুদ ও তার ভাইসহ বিভিন্ন আওয়ামী লীগ নেতার সঙ্গে দেশ ও সৌদিতে তোলা বকতিয়ারের একাধিক ছবি রয়েছে। হুম্মাম কাদের চৌধুরীকে জড়িয়ে ছবিগুলো ভাইরাল হওয়ার পর তা আমাদের নজরে আসে। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।”
গত সোমবার (৩০ জুন) হুম্মাম কাদের চৌধুরী বকতিয়ারের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে মঞ্জুরুল ইসলাম বলেন, “হুম্মাম কাদের চৌধুরী মূলত মরিয়মনগরের একজন সাবেক বিএনপি চেয়ারম্যানের বাড়িতে আমন্ত্রিত ছিলেন। বকতিয়ার ও সেই সাবেক চেয়ারম্যান আত্মীয় হওয়ায় হয়তো তিনি সেখানে উপস্থিত ছিলেন। তবে বকতিয়ারের ব্যক্তিগত দাওয়াতে তিনি যাননি। হুম্মাম নিজেও জানতেন না যে বকতিয়ারের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে।”