বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই: ধর্ম উপদেষ্টা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ জুলাই ২০২৫ | ৩:৫২ অপরাহ্ন


মসজিদ থেকে সমাজে নৈতিকতা, ইসলামি মূল্যবোধ ও সুন্নতের শিক্ষা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কড়িয়ার দিঘীর পাড়ে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদাত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে, নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা মসজিদ করে দিচ্ছি, আপনাদের দায়িত্ব হলো মসজিদকে আবাদ রাখা।”

প্রায় ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে জেলা গণপূর্ত বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এবং প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম উপস্থিত ছিলেন।

এতে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীও যোগ দেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তিন তলা বিশিষ্ট এই মডেল মসজিদ কমপ্লেক্সে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও নামাজের পৃথক সুব্যবস্থা থাকবে।

এছাড়া এখানে ইসলামিক লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, সম্মেলন কক্ষ, হিফজখানা, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা, গাড়ি পার্কিং এবং ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে।