বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

জোয়ারের পানিতে সড়ক ভেঙে তিন গ্রাম বিচ্ছিন্ন, ব্যবস্থা নিচ্ছেন ইউএনও

জিন্নাত আয়ুব | প্রকাশিতঃ ৪ জুলাই ২০২৫ | ৫:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৃষ্টি ও জোয়ারের পানিতে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে তিনটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ার পর বিষয়টি আমলে নিয়েছে উপজেলা প্রশাসন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং সড়কটি দ্রুত মেরামতের জন্য জরুরি উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত দুই দিন ধরে উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি অংশ অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে ভেঙে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে কেয়াগড়, সিংহরা ও চাতরীর আংশিক এলাকার হাজারো বাসিন্দা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, চাকরি, বাজার, স্কুল-কলেজ ও চিকিৎসাসহ দৈনন্দিন সব প্রয়োজনে তাদের এই সড়কটিই ব্যবহার করতে হয়। কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের মহিউদ্দিন জানান, “দুদিন ধরে সড়ক বিচ্ছিন্ন থাকায় আমরা চরম কষ্টে আছি। দ্রুত সড়কটি মেরামত করা না হলে পাশের ফসলি জমিও ভাঙনের হুমকিতে পড়বে।”

স্থানীয় চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাছান তারেক জানান, এই জনদুর্ভোগের বিষয়টি তিনি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। তিনি বলেন, “এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তার ভাঙন আরও বাড়বে।”

এদিকে, আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম সড়কটির স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর সড়কটির উন্নয়ন কাজ করা হয়, আবার বর্ষায় ভেঙে যায়। এতে সরকারি অর্থের অপচয় হয়, কিন্তু মানুষের দুর্ভোগ কমে না। আমরা সড়কটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

জনভোগান্তি ও স্থায়ী সমাধানের দাবির পরিপ্রেক্ষিতে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “বিষয়টি আমি অবগত আছি এবং মানুষের কষ্ট লাঘবে যত দ্রুত সম্ভব সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এলাকাবাসী এখন উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগের দিকে তাকিয়ে আছেন, যা তাদের এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি দেবে বলে তারা আশা করছেন।