বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মসজিদে মুসল্লি বাড়লে সমাজে অপরাধ কমবে : ধর্ম উপদেষ্টা

রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্বোধন
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ জুলাই ২০২৫ | ৮:৫০ অপরাহ্ন


মসজিদে মুসল্লির সংখ্যা বাড়লে সমাজ থেকে মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ কমে আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে। আমরা যত বেশি মুসল্লি বাড়াতে পারব, ততই সমাজ থেকে বিভিন্ন অপরাধ কমতে শুরু করবে। এই মসজিদের মাধ্যমে আশেপাশের এলাকায় তাওহীদের আলো ও সুন্নতের শিক্ষা ছড়িয়ে পড়বে।”

তিনি আরও জানান, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৩৫০টির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং বাকি প্রায় ১৫০টি নির্মাণাধীন রয়েছে। পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।

নবনির্মিত এই মসজিদের সুযোগ-সুবিধা তুলে ধরে তিনি বলেন, “এ এলাকায় কোনো সম্মানিত আলেম বা বুজুর্গ ব্যক্তির আগমন ঘটলে তাদের থাকার জন্য মসজিদে মেহমানখানা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম রয়েছে, যেখানে দেড়শ থেকে দুইশ মানুষ একসঙ্গে ধর্মীয় ও সামাজিক আলোচনা করতে পারবে।”

তবে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয়দের ওপরও বর্তায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা মসজিদ নির্মাণ করে দিয়েছি, কিন্তু এটিকে সচল ও আবাদ রাখা স্থানীয়দের দায়িত্ব। নির্মাণে কোনো ত্রুটি থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে আমাদের দল দ্রুত ব্যবস্থা নেবে।”

ধর্ম উপদেষ্টা জানান, পরদিন তিনি বান্দরবানে আরেকটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া উপকূলীয় অঞ্চলে ১৮টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে, যা প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে।