
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে মো. আইয়ুব (৪৬) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মডেল ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, তার বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজি, অস্ত্র নিয়ে মহড়া, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব একাধিক মামলার পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তবে তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার তথ্য থাকলেও, জিজ্ঞাসাবাদের সময় তিনি সে বিষয়ে কিছু প্রকাশ করেননি বলে জানিয়েছে র্যাব।
পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।