বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে তাজিয়া মিছিল, মুসলিম উম্মাহর ঐক্যের ডাক

‘ঐক্যের শিক্ষা নিতে হবে’, আশুরার মিছিলে বললেন মাওলানা আমজাদ
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ জুলাই ২০২৫ | ১:৫৩ অপরাহ্ন


ধর্মীয় গাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে কারবালার হৃদয়বিদারক ঘটনা স্মরণে চট্টগ্রামে পবিত্র আশুরা পালিত হচ্ছে। এ উপলক্ষে নগরীর সদরঘাট এলাকার ইমামবারগাহ থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে একটি মর্সিয়া মিছিল বের করা হয়।

রোববার (৬ জুলাই) সকাল ১১টায় বের হওয়া এই মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে এবং বুক চাপড়ে মাতম করতে করতে শত শত শোকাতুর মুসলমান অংশ নেন।

ঐতিহাসিক এই শোক মিছিলের নেতৃত্ব দেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন।

এর আগে সকালে সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে একটি বিশাল মাসায়েব মজলিশ (শোক সভা) অনুষ্ঠিত হয়। সেখানে পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন কারবালায় ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরলে উপস্থিত শত শত নারী-পুরুষের কান্না ও আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে।

পরে ‘আলাম’ (পতাকা) ও ‘তাবুত’ (প্রতীকী কফিন) নিয়ে খালি পায়ে নারী-পুরুষ ও শিশু-কিশোররা শোক মিছিলে অংশ নেন। মিছিলটি কালিবাড়ি রোড হয়ে নিউমার্কেট মোড়ে পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসেন।

তিনি বলেন, “ইসলামকে রক্ষা করতে গিয়ে নবীর দৌহিত্র হযরত ইমাম হোসেন (আ.) যে মহান আত্মত্যাগের নিদর্শন রেখে গেছেন, সেই আত্মত্যাগ থেকে আমাদের ঐক্যের শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেদের মধ্যে কালি মাখামাখি ও হানাহানি বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “যতদিন মুসলিম বিশ্বে ঐক্য ফিরবে না, ততদিন জালিম দেশগুলো আমাদের ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর গণহত্যা চালিয়ে যাবে। এই গণহত্যা রুখে দিতে ইরানের মতো দেশের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং সমবেত কণ্ঠে বলতে হবে, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো।”

শোক মিছিলটি পরে কোতোয়ালী মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবারগাহে ফিরে এসে শেষ হয়। প্রতি বছর ১ থেকে ১০ মহররম পর্যন্ত সদরঘাট ইমামবারগাহে কারবালার ঘটনা স্মরণে শোক মজলিস ও মর্সিয়ার আয়োজন করা হয়।