
চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১১ জনের প্রাণহানির ঘটনার তিন মাস পর অভিযুক্ত বাসচালককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সোহেল তালুকদারের (২৭) বাড়ি ঢাকার দক্ষিণ খান এলাকায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, র্যাব-৪ এর একটি দল রোববার সন্ধ্যায় ঢাকার আজিমপুর এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
গত ২ এপ্রিল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকেই বাসচালক সোহেল তালুকদার পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহত যাত্রী রফিকুল ইসলামের শ্যালক রবিউল হোসাইন বাদী হয়ে দোহাজারী হাইওয়ে থানায় একটি মামলা করেন। মামলায় রিলাক্স পরিবহনের চালক সোহেলকে একমাত্র আসামি করা হয়েছিল।
ওসি মাহাবুব আলম বলেন, “ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রোববার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”
গ্রেপ্তারের পর সোহেলকে প্রথমে মিরপুর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে রাতেই দোহাজারী হাইওয়ে থানায় আনা হয় বলে জানান ওসি।