
চট্টগ্রামের ফটিকছড়িতে লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার দুপুরে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আমানবাজার এলাকা থেকে সাড়ে সাত ফুট লম্বা বার্মিজ পাইথন প্রজাতির সাপটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী বারোমাসিয়া সংরক্ষিত বনাঞ্চল থেকে বেরিয়ে অজগরটি এক জেলের মাছ ধরার জালে আটকা পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারমাসিয়া বন বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল সাপটি উদ্ধার করে।
এদিকে, এই অজগর উদ্ধারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সম্প্রতি উপজেলার হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ৩৩টি অজগরের ছানা অবমুক্ত করা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া চলছে। বর্ষা মৌসুমে সাপগুলো লোকালয়ে চলে আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
বারমাসিয়া গ্রামের বাসিন্দা মো. আজিজুর রহমান বলেন, “কিছুদিন আগে ৩৩টি অজগরের ছানা বনে ছেড়ে দেওয়ায় আমরা এমনিতেই আতঙ্কে আছি। এখন বর্ষার শুরুতে বড় অজগরও গ্রামে চলে আসছে। এটা খুবই উদ্বেগের বিষয়।”
তবে পরিবেশকর্মীরা বলছেন, প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে তারা লোকালয়ে আসবে না এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
ফটিকছড়ি পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি সোলায়মান আকাশ বলেন, “প্রাণীদের আবাসস্থল কোনোভাবেই অনিরাপদ করা যাবে না। এমনটি হলে তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের ক্ষতি করতে পারে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের নিরাপদে থাকতে দেওয়া জরুরি।”
এ বিষয়ে হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, বর্ষার কারণে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল। এটি একটি অ-বিষধর বার্মিজ পাইথন। বনের অভয়ারণ্যই এদের জন্য নিরাপদ আবাস। তাই এটিকে উদ্ধার করে বারমাসিয়া বনের গভীরে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ তৎপর রয়েছে।”