বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সম্পত্তির জেরে ভাইয়ের হামলায় আহত বোনের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৫ | ১:২০ পূর্বাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে ভাইয়ের হামলায় গুরুতর আহত হওয়ার ২৪ দিন পর এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হোসনে আরা বেগম (৬০) নামের ওই নারী মারা যান।

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ১৩ জুন উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে তাকে মারধর করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। হামলায় তার পুত্রবধূর গর্ভের সন্তানও নষ্ট হয় বলে দাবি করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, চিকনদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জান আলি চৌধুরী বাড়িতে বাবার ভিটায় বসবাস করতেন হোসনে আরা। সম্পত্তির বিষয় নিয়ে ভাই আমির হোসেনের সঙ্গে তার বিরোধ চলছিল।

গত ১৩ জুন শুক্রবার রাত ১০টার দিকে নিজের ঘরে আগরবাতি জ্বালানো নিয়ে ভাই আমির হোসেনের পরিবারের সঙ্গে হোসনে আরার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমির হোসেন, তার স্ত্রী মুন্নি আকতার ও ছেলে আরফাত লাঠিসোটা নিয়ে হোসনে আরার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে হোসনে আরা মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার অন্তঃসত্ত্বা পুত্রবধূ রুসা আক্তার তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হামলায় রুসা আক্তারের গর্ভের সন্তানের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
প্রায় ২৪ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার হোসনে আরা বেগম মারা যান।

ঘটনার পর হোসনে আরার ছেলে আলী হোসেন বাদী হয়ে আমির হোসেন (৫৫), মুন্নি আকতার (৪৫) ও মো. আরফাতকে (২১) আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ এবং চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী হাটহাজারীতে একটি সংবাদ সম্মেলনও করেছিল।