বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘লাশের রাজনীতি বন্ধ না করলে পরিণতি হাসিনার মতো হবে’

সোহাগ হত্যার বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ জুলাই ২০২৫ | ৮:৩৪ অপরাহ্ন


ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে পৃথক বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার বিকালে নগরের দুই নম্বর গেট ও জিইসি মোড়ে এসব কর্মসূচি থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানের পাশাপাশি বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রনেতারা।

বিকেল সাড়ে চারটার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে তারা ষোলশহর স্টেশন থেকে একটি পদযাত্রা শুরু করেন।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বলেন, “আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা যদি লাশের রাজনীতি বন্ধ না করেন, তাহলে শেখ হাসিনা যে পথে গিয়েছে, আপনাদেরও সে পথে যেতে হবে। আপনারা যদি হাসিনার পথ অবলম্বন করেন, তাহলে হাসিনার মতোই আপনাদের পরিণতি হবে। নতুন করে হাসিনা হতে যাবেন না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের মুখপাত্র লিজা খানম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, “আপনি লন্ডনে থেকে বিড়াল নিয়ে ছবি পোস্ট করা বন্ধ করেন। আপনি আপনার এই সন্ত্রাসী ভাইদের আটকান, লাগাম দেন। আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, আপনাদের হটাতে আমাদের ১৫ সেকেন্ডও লাগবে না।”

গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ সোহাগকে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। জড়িত থাকার অভিযোগে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তাদের চার নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

ছাত্রশিবিরের বিক্ষোভ

এদিকে, একই সময়ে সোহাগ হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও ধর্ষণের প্রতিবাদে নগরের জিইসি মোড় এলাকায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। এর আগে তারা মুরাদপুর থেকে একটি মিছিল শুরু করে।

সমাবেশে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, “আমাদের ভাই সোহাগের বুকে–পিঠে পাথর দিয়ে একের পর এক আঘাত করা হয়েছে। এই লাশের ওপর নৃত্য করা হয়েছে। এ ঘটনার বিচার করতে হবে।”

সংগঠনের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন বলেন, “সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।”