মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

খালাস পেলেন মুফতি ইজহার, ‘জঙ্গি নাটক’ সাজানোর অভিযোগ র‍্যাবের বিরুদ্ধে

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২৫ | ১০:০৪ অপরাহ্ন


দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রামের রাউজানে তথাকথিত ‘জঙ্গি আস্তানার’ অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ আট আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবু হান্নান শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্য অভিযুক্তরা হলেন, মাহফুজুর রহমান অপু, আবুল ফাত্তাহ রহমান, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, মাওলানা নোমান ও মাওলানা সাব্বির।

ট্রাইব্যুনালের এপিপি আবদুস সাত্তার সরোয়ার জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটজনকে খালাস দেওয়া হলেও, একই ঘটনায় দায়ের হওয়া অপর বিস্ফোরক মামলাটি চট্টগ্রামের অন্য একটি আদালতে বিচারাধীন রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার অভিযোগ করে বলেন, “গত ১৪ বছরে মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ মাত্র ৩ জনকে আদালতে উপস্থিত করতে পেরেছে, যা থেকেই বোঝা যায় র‍্যাব তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে একটি জঙ্গি নাটক সাজিয়েছিল”।

তিনি আরও দাবি করেন, পাঁচ অভিযুক্তকে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করে ‘আয়নাঘরে’ রাখার পর তাদের সবাইকে একসাথে রাউজানে এনে অভিযানের নামে এই নাটক সাজানো হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ১৩ ডিসেম্বর র‍্যাব হাটহাজারীর আমান বাজার থেকে হরকাতুল জিহাদের সদস্য মাহফুজুর রহমান অপুকে আটকের পর তার তথ্যের ভিত্তিতে রাউজানের রাবারবাগান এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার এবং ধর্মীয় বই উদ্ধারের দাবি করে।

পরে র‍্যাব বাদী হয়ে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করে এবং চার্জশিটে মুফতি ইজহারুল ইসলামসহ আরও তিনজনের নাম অন্তর্ভুক্ত করে।