
সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মাননা বা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়নি।
পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি সাধারণভাবেই দাফন-কাফনের ব্যবস্থা করার জন্য আগেই অছিয়ত করে রেখেছিলেন।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং তাকে হাটহাজারী উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে, আজ দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে সাবেক এই সেনাপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকদের ধারণা, তিনি রাতের কোনো এক সময়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা গেছে, ডেসটিনি গ্রুপের একটি মামলায় হাজিরা দেওয়ার জন্যই তিনি চট্টগ্রামে এসেছিলেন।