মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই: শাহ জাহান মঞ্জু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৫ | ৯:৫৭ অপরাহ্ন


‘গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাউজানে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

“শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জুলুম-নির্যাতনের ১৭ বছরের অবসান ঘটেছে,” মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলা জামায়াতের সমাবেশে দলটির নেতারা এ মন্তব্য করেন।

এদিন বিকেলে রাউজান সদর মুন্সিরঘাটা থেকে জামায়াতের একটি মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ ও ফকির হাট বাজার প্রদক্ষিণ করে। পরে জলিল নগর বাস স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে রাউজান উপজেলা জামায়াতের আমীর শাহ জাহান মঞ্জু বলেন, “নতুন বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতের কোনো বিকল্প নেই। সৎ লোকের শাসন কায়েম করতে আগামী নির্বাচনে জামায়াতের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।”

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সহযোগী অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী।

তিনি বলেন, “ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর জামায়াতে ইসলামী একটি পরিচ্ছন্ন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি ইসলামিক শাসন কায়েম করা হবে।”

উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রিদোয়ান শাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন রাউজান পৌরসভা জামায়াতের আমীর বেলাল মোহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাশেম এবং ছাত্রশিবির রাউজান শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল।

অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।