মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চন্দনাইশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১০ জন আহত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০২৫ | ১২:০৮ অপরাহ্ন


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গত মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে দোহাজারীগামী একটি ট্রাকের বড়পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ চালান এবং আহতদের দ্রুত দোহাজারী হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুই গাড়ির চালক ও সহকারীসহ বাসের ৮ থেকে ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।