মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় ‘বিশেষজ্ঞ’ সেজে প্রতারণা, দুই পল্লী চিকিৎসক দণ্ডিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০২৫ | ১০:০৪ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ পরিচয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে দুই পল্লী চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা অনুমোদন ছাড়াই তারা রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ।

আজ বুধবার (৬ আগস্ট) সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সাতকানিয়া পৌরসভার ঠাকুরদিঘীর পাড় এলাকার এহসান হাবীব এবং ছমদিয়া পুকুর পাড় এলাকার সুকুমার দে নামে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়।

অভিযানে দেখা যায়, তারা অনুমোদনহীন ওষুধ ও নিষিদ্ধ ইনজেকশন ব্যবহার করে ঝুঁকিপূর্ণ পরিবেশে অপারেশন পরিচালনা করতেন এবং রোগীদের মিথ্যা আশ্বাস দিতেন। অভিযানে অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোজাম্মেল হক জানান, তাদের চেম্বারে কোনো অনুমোদিত সরঞ্জাম ছিল না, বরং অব্যবস্থাপনা ও অনিয়মে ভরা ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, এহসান হাবীব ও সুকুমার দে-কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক চিকিৎসা না করার জন্য তাদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জনস্বার্থে অপচিকিৎসা রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে”।