
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি বেকারিকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার মাইজভান্ডার সড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম।
অভিযানকালে বেকারিগুলোতে নোংরা পরিবেশে খাদ্য তৈরির পাশাপাশি পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মূল্য না লেখা এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম বলেন, “অভিযানে মাবিয়া বেকারি ও নূর বেকারিকে বিভিন্ন অভিযোগে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”