মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আনোয়ারায় সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, ৪ দফা দাবি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০২৫ | ২:৫৩ অপরাহ্ন


‘এক কর্পোরেশন, এক বেতন স্কেল’ বাস্তবায়নসহ চার দফা দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকালে সিইউএফএল শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শ্রমিক-কর্মচারীরা কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, পে-কমিশনভুক্তদের মতো ৫% প্রণোদনা ও ১৫% বিশেষ সুবিধা এবং দ্রুত পদোন্নতিসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান।

সিইউএফএল শ্রমিক-কর্মচারী নেতা সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে এবং শ্যামল কান্তি নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জালাল আহমেদ, আনোয়ারুল আজিম সবুজ, আলম মজুমদার, হারুন উর রশিদ, রবিউল আলম খান, ফরিদুল আলম চৌধুরী, আনিসুর রহমান, মাহমুদুল হাসান ডালিম, ইউসুফ আলম খান, হুমায়ুন কবির এবং নওশাদ আরমান সাকিব।

শ্রমিক নেতা জালাল আহমেদ অভিযোগ করেন, “গত চার মাস ধরে সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে দেশের এই বৃহত্তর কারখানাটি বন্ধ রেখে সরকার বিদেশ থেকে বেশি মূল্যে সার কিনছে।”

আনোয়ারুল আজিম সবুজ বলেন, “বিগত সরকার পে-স্কেলভুক্ত সকলকে ৫% প্রণোদনা দিলেও মজুরি স্কেলভুক্ত সাধারণ শ্রমিকদের বঞ্চিত করেছে। বর্তমান সরকারও ১৫% বিশেষ সুবিধা থেকে আমাদের বঞ্চিত রেখেছে, যা বৈষম্যহীন ন্যায্য মজুরির স্বপ্নের পরিপন্থী।”

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল কারখানা চত্বর প্রদক্ষিণ করে এবং পরে ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।