মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাঁশখালীতে জুলাই শহীদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয়

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০২৫ | ৭:৩৬ অপরাহ্ন


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রামের বাঁশখালীতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।

একুশে ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার পূর্ব পুঁইছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি সম্পন্ন হয়।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ কান্তি দে, কো-অর্ডিনেটর শাহাদাত হোছাইন এবং একুশে ফাউন্ডেশনের সভাপতি এম এহছান উল্লাহ, সাধারণ সম্পাদক হিমাদ্রি হোছাইন আবির, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম, আরিফুর ইসলাম ও হাফেজ শাহাদাত হোছাইন বাদশা উপস্থিত ছিলেন।