মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ অফিসে চুরি: ৪ দিনের মাথায় মালামালসহ চোর গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০২৫ | ৭:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সরকারি দপ্তর থেকে চুরি হওয়া টেলিভিশন ও প্রিন্টারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলমের (৩৫) বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গত ১০ আগস্ট সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা অফিসে এসে দেখতে পান, জানালার গ্রিল কেটে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তারের কক্ষ থেকে একটি এলইডি টিভি ও একটি প্রিন্টার চুরি হয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চুরির সঙ্গে জড়িত হিসেবে জাহাঙ্গীরকে শনাক্ত করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল বুধবার রাতে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় এবং তার বাড়ির টয়লেটের সানশেড থেকে চোরাই মালামাল উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর চুরির কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।