
চট্টগ্রামে ছয় বছর আগে এক বিএনপি কর্মীকে ‘গুমের’ অভিযোগে বাঁশখালীর সাবেক এক সংসদ সদস্যের ভাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এসএম আলাউদ্দীনের আদালতে মামলাটি দায়ের করেন নিখোঁজ তৌহিদুর রহমান সুমনের ভাই মাহবুবুর রহমান।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলার আসামিরা হলেন- বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপির ছোট ভাই ও পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেকুর রহমান, মো. জাহাঙ্গীর মুন্সি এবং জাহাঙ্গীর নামে আরেক ব্যক্তি। এছাড়া আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, ২০১৮ সালের ৩০ জুন নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকা থেকে নিখোঁজ হন উদ্যোক্তা ও শেয়ার ব্যবসায়ী তৌহিদুর রহমান সুমন। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত সুমন পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
বাদীপক্ষের অভিযোগ, সুমন নিখোঁজ হওয়ার পরদিন তার পরিবার চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ প্রধান অভিযুক্ত তারেকুর রহমানের নাম বাদ দিয়ে জিডি গ্রহণ করে। সেসময় থানার তৎকালীন ওসি মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
মামলায় সহায়তা দেওয়া বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) পক্ষে আইনজীবী জিয়া হাবিব আহসান বলেন, “এটি একটি পরিকল্পিত গুমের ঘটনা। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে থেকে সুমন রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন বলে তার পরিবার অভিযোগ করেছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে।”