সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বিএনপির নামে চাঁদাবাজি করলে ‘সঙ্গে সঙ্গে’ বহিষ্কার: হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৯:১০ অপরাহ্ন


দলের নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনিয়মে জড়ালে ‘তাৎক্ষণিকভাবে’ বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

তিনি জানান, এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘কঠোর নির্দেশনা’ রয়েছে।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “গত ১৬ বছর আপনারা দলের জন্য যে পরিশ্রম করেছেন, সেই কষ্ট এবং জীবিত থাকার সংগ্রাম সকলেরই জানা। কিন্তু কষ্টের বিষয় হলো, কেউ কেউ এখন বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের থেকে চাঁদা দাবি করছেন।”

তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা রয়েছে—দলের নাম ভাঙিয়ে এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তাদের হাতেনাতে ধরতে পারলে সেই মুহূর্তেই বহিষ্কার করা হবে।”

সভায় হুম্মাম কাদের চৌধুরী তার বাবা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর জনপ্রিয়তার কথা উল্লেখ করেন। স্থানীয় মুরুব্বি সওকত আলী নূরের সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সরফভাটার শতভাগ ভোটই সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ছিল।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওয়াদা করছি, জিয়া পরিবার রাঙ্গুনিয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে নেবো। দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবে, আমরা তাকেই মেনে নেবো।”