
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে তিনটি দোকান পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— আবদুল মান্নানের ‘জেসি ইলেকট্রনিকস’, এমদাদুল হকের ‘খাজা গরীবে নেওয়াজ স্টোর’ এবং মোহাম্মদ আলী বাদশার ‘বাদশা স্টোর’।
স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান আরও জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।