সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে সড়কের ঝোপঝাড় পরিষ্কার করল জামায়াত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৯:১০ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে একটি গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার উপজেলার হেয়াঁকো-পেলাগাজি দিঘী সড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, ঝোপঝাড়ের কারণে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল এবং রাতে ডাকাতির আতঙ্ক ছিল।

জামায়াতে ইসলামীর ভুজপুর থানা যুব বিভাগের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন দলের স্থানীয় নেতাকর্মীরা।

ভুজপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু তাহের বলেন, “‘সবার আগে দেশ’—এই স্লোগানকে সামনে রেখে জামায়াতে ইসলামী সবসময় ইতিবাচক কাজকে গুরুত্ব দেয়। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।”

কর্মসূচিতে আরও অংশ নেন ভুজপুর থানা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত, দাঁতমারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুছ ছামাদ, নারায়ণহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদ উদ্দিন ও সহ-সভাপতি মো. মাসুম, দাঁতমারা ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মো. সেলিম এবং নারায়ণহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. হাসান।

এ সময় জামায়াত নেতা আবু তাহের, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, আবদুছ ছামাদ, ফরিদ উদ্দিন, মো. মাসুম, মো. সেলিম ও মাস্টার মো. হাসান জানান, জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।