সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: রাঙ্গুনিয়ায় পুলিশের সতর্কতা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৯:১১ অপরাহ্ন


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সতর্ক করে দিয়ে পুলিশ বলেছে, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

শনিবার বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন। তিনি বলেন, “গুজবে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। একবার জানালেই যথেষ্ট, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

বেলায়েত হোসেন প্রতিমা বিসর্জনের নির্ধারিত সময় মেনে চলার এবং সন্ধ্যার আগেই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার জন্য পূজা কমিটিকে অনুরোধ জানান।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরূপ চৌধুরী, সদস্য সচিব লিটন দে, দক্ষিণ রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক ডা. দয়াল হরি শীল এবং যুগ্ম আহ্বায়ক জয় চক্রবর্তী।

অনুষ্ঠানে বেলায়েত হোসেন, সাব্বির মোহাম্মদ সেলিম, মো. ইলিয়াছ তালুকদার, নুরুল আবছার চৌধুরী, অরূপ চৌধুরী, লিটন দে, ডা. দয়াল হরি শীল এবং জয় চক্রবর্তী সবাই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পূজা উদযাপনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম তার বক্তব্যে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশের সার্বক্ষণিক তৎপরতার আশ্বাস দেন।