সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বাঁশখালীতে নব খ্রিস্টান যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০২ পূর্বাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে সঞ্জয় দেব (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যিনি সম্প্রতি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার সাধনপুর ইউনিয়নের দুয়ারিপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।

নিহত সঞ্জয় দেব পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের মৃত সিধুল দেবের ছেলে। তিনি একটি এনজিও পরিচালিত শিশু উন্নয়ন প্রকল্পে অফিস সহায়ক হিসেবে কাজ করতেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সঞ্জয় কর্মস্থলে না যাওয়ায় তার সহকর্মীরা খোঁজ নিতে বাসায় যান। সেখানে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে এবং ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে উঁকি মেরে সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সহকর্মীরা জানান, সঞ্জয় তার মায়ের সঙ্গে ওই ভাড়া বাসায় থাকতেন। তবে সম্প্রতি পারিবারিক মনোমালিন্যের কারণে তার মা এক আত্মীয়ের বাড়িতে চলে যাওয়ায় তিনি একাই ছিলেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।