
চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক অভিযানে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের এক সদস্য এবং নারী ও শিশু নির্যাতন মামলার এক সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার বিকেলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি মির্জাপুর ইউনিয়নের আবুল হাসেমের ছেলে মো. জাফর; ছাত্রলীগের সদস্য মেখল ইউনিয়নের প্রয়াত কাজী এসকান্দরের ছেলে কাজী মো. ইসমাইল (২০) এবং উত্তর মাদার্শা ইউনিয়নের বিনোদ লাল দাসের ছেলে অনু দাস অনিক (৩৮)। অনু দাস অনিককে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”