
চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ছফুরা খাতুন (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছফুরা খাতুন আধুনগর গুল-এ-জার বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী এবং একই ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃদ্ধা ছফুরা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।