চট্টগ্রাম: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। শনিবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক। এ রায়ের মাধ্যমে বোঝা যায় যে দেশে গণতন্ত্র নেই। সাজা, নির্যাতন করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থামানো যাবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন নিরবে-নিভৃতে কাঁদছে। অসত্য মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। এ রায়কে প্রত্যাখ্যান করেছে জনগণ। মামলা ও নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। আমরা আওয়ামী লীগের ফাঁদে পা দেবো না। কোন হঠকারী সিদ্ধান্ত নেবো না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
সমাবেশ থেকে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বক্তারা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হালিম, চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, অধ্যাপক ইউনুস চৌধুরী প্রমুখ।