সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিথি আপ্যায়নে মেয়াদোত্তীর্ণ বিস্কুট

| প্রকাশিতঃ ১৭ জুলাই ২০১৬ | ৮:১৪ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অতিথিদের আপ্যায়ন টেবিলে পাওয়া গেল মেয়াদোত্তীর্ণ ‘লেক্সাস’ বিস্কুট। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত একটি সভার আগে চায়ের সঙ্গে ওই বিস্কুটের প্যাকেটগুলো দেওয়া হয়।

সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সরকারি-বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ‘লেক্সাস’ বিস্কুটগুলো নারায়ণগঞ্জের মদনপুর কেওডালার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গাজীপুরের কাশিমপুরের রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের দুটি কোম্পানির। রোমানিয়া’র লেক্সাস বিস্কুটের মোড়কে উৎপাদনের তারিখ ছিল ২০১৫ সালের ২ ডিসেম্বর এবং মেয়াদ চলতি ২০১৬ সালের ১ জুলাই। অন্যদিকে অলিম্পিক’র লেক্সাস বিস্কুটের উৎপাদনের তারিখ ছিল ২০১৫ সালের জানুয়ারি এবং মেয়াদ ২০১৫ সালের জুলাই।

সভায় উপস্থিত এক সাংবাদিক মেয়াদোত্তীর্ণ ‘লেক্সাস’ বিস্কুট পরিবেশনের বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনেন। এসময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, সার্কিট হাউসের কর্মচারীরা কোন দোকান থেকে এসব বিস্কুট কিনেছে তা খতিয়ে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।