সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ২০ জুলাই ২০১৬ | ১২:৪৬ অপরাহ্ন

Yabaচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে অক্সিজেন শীতল ঝর্ণা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জাহেদ হোসেন মনু (৪৫), আনোয়ারুল ইসলাম (২২) ও আফছার কামাল ওরফে রায়হান (২৬)। তাদের সবার বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে একটি মাইক্রোবাস তল্লাশি করে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।