
চট্টগ্রাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতকরণ, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নগর আওয়ামী লীগের কাছে পৌঁছে দিলেন সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তা কার্যকর করতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছিরকে একমাসের সময় বেঁধে দেন তিনি।
শনিবার দুপুরে এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তৃণমূল নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের কথা শুনেছি। আপানারা যেসব কথা বলেছেন সেটা আমি যেমন জানি, তেমনি নেত্রীও জানেন। আমি এখানে আসার আগে নেত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আপনাদের জন্য আমার মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। শুনবেন কি সেই বার্তা?’
এসময় উপস্থিত সকলে সেই বার্তা শুনার জন্য চিৎকার দিয়ে উঠেন। তখন ওবায়দুল কাদের বলেন শুনেন প্রধানমন্ত্রীর বার্তা। তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে যারা নগর, থানা এবং ওয়ার্ডে একাধিক পদ দখল করে আছেন তাদের একটি পদ ছাড়া বাকিগুলো এবার ছাড়তে হবে। আমি জানি ৬টি ওয়ার্ডে একাধিক কমিটি সেই সব কমিটি ভেঙে একটি কমিটি করতে হবে। ৫ টি থানার শীর্ষ পদ শূন্য। আর ১৫টি থানার পূর্ণাঙ্গ কমিটিই নেই। এসব কাজ আগামী এক মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়ে গেলাম।’
তৃণমূলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের মনে কষ্ট বেদনা থাকতে পারে। এগুলো প্রকাশ করার সুযোগ দিতে হবে। কর্মীরা যদি নেতাদের কাছে মনের কথা বলতে না পারে দলে হতাশা বিরাজ করে। পার্টি দুর্বল হয়। কেননা, তৃণমূলই আওয়ামী লীগের সত্যিকারের শক্তি।’
বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত আছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ।
** ‘সবাই আছেন, নেই শুধু মহিউদ্দিন চৌধুরী’
** পাহাড়ে রক্তপাতে বিএনপি-জামায়াত : ওবায়দুল কাদের
এডি/একুশে