সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৪

| প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৮ | ৮:৫৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলের একটি ভিডিও গেম ক্যাফেতে গোলাগুলিতে হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১১ জন। জনসাধারণদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সময় রোববার এই গোলাগুলির ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে।

জ্যাকসনভিলের আইনশৃঙ্খলা বাহিনী এক টুইট বার্তায় সাধারণ মানুষদের সতর্ক করে দিয়ে বলে, জ্যাকসনভিলের ল্যান্ডিংয়ে ভয়াবহ গোলাগুলি হচ্ছে। সবাই ওই এলাকা থেকে বেশ দূরে থাকুন। এই মুহূর্তে এলাকাটি নিরাপদ নয়।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গেমিং ক্যাফেতে ভিডিও গেমের টুর্নামেন্ট চলাকালীন গুলির ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে সন্দেহজনক হামলাকারীদের একজন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের সোয়াত টিম ওই এলাকায় হামলাকারীদের খুঁজছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অনলাইন ভিডিও গেমের ওই টুর্নামেন্টে অংশ নেওয়াদের একজন টুইট করেছেন, ‘আমি সত্যি ভাগ্যবান যে বেঁচে গেছি। আমার একটি আঙুলে গুলি লেগেছে।’

জ্যাকসনভিলে শহরের সেন্ট জন নদীর তীরে ল্যান্ডিং একটি উন্মুক্ত বিপণি বিতান। ওই বিপণি বিতান এলাকায় জিএলএইচএফ নামের একটি গেমবারে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রসঙ্গত ফ্লোরিডায় গত কয়েক বছরে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এর মধ্যে ২০১৬ সালে ওর্লান্ডোর নৈশক্লাবের গোলাগুলি এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্কল্যান্ডে একটি বিদ্যালয়ে গুলির ঘটনা সবার মনে ক্ষত তৈরি করেছে।