মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শুরুতেই জাতীয় ঐক্যে হোঁচট, বোমা ফাটালেন মাহী বি চৌধুরী

| প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০১৮ | ৭:০০ অপরাহ্ন

চট্টগ্রাম : দেশের রাজনৈতিক অঙ্গনে দুই মাস ধরেই জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। সে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐক্য হতে না হতেই বড়ধরনের হোঁচট খেল ঐক্যপ্রক্রিয়া।

শনিবার দিনভর নানা নাটকীয়তার পর সন্ধ্যায় বিকল্পধারার বি. চৌধুরীকে ছাড়াই ঐক্যফ্রন্টের ঘোষণাপত্র পাঠ করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ নিয়ে রাজনীতির মাঠে সৃষ্ট উত্তাপে বড় বোমাটি ফাটালেন বিকল্পধারার মাহী বি. চৌধুরী ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ।

সেই ফোনালাপে মাহী বি চৌধুরী অভিযোগ করেন, এটি ঐক্যের নামে রাষ্ট্র ও দেশদ্রোহী ষড়যন্ত্র। আমরা আল্লাহর রহমতে বেঁচে গেলাম, এই ষড়যন্ত্রে আমরা নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ফোনালাপে মাহী বি চৌধুরী জাতীয় ঐক্য নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ হচ্ছে বলে অভিযোগ করেন। এই ষড়যন্ত্র ও চক্রান্তে মাহমুদুর রহমান মান্না ও আবদুর রব শিকার হচ্ছেন এবং এটাতে জড়িত হননি বলে শোকরিয়া জানান মাহী। তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলতে নারাজ মান্না।

জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে মান্না কীভাবে ঘোষণাপত্র পাঠ করলেন সে বিষয়েও প্রশ্ন তুলেন মাহী। তবে ঘোষণাপত্র পাঠের বিষয়ে একটি ‘সিচুয়েশনের’ শিকার হয়েছেন বলে ফোনালাপে দাবি করেন মান্না।

এ সময় মাহমুদুর রহমান মান্না বিকল্পধারা ঐক্যপ্রক্রিয়ার বাইরে থাকবে কিনা এমন প্রশ্ন তুললে মাহী বলেন, ‘তাদের ঐক্যপ্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে। তার বাবাকে অপমান করা হয়েছে।’ ঐক্যফ্রন্টের ঘোষণাপত্র পাঠের বিষয়ে তাদের জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

কথোপকথনে জামায়াতের সঙ্গে আঁতাত করে জাতীয় ঐক্যফ্রন্ট কাজ করবে ও ড. কামাল হোসেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর বলে অভিযোগ করেন মাহী। এর অংশ তারা হবেন না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বি. চৌধুরী অংশ নেবেন এমন তথ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন মাহী। তিনি বিষয়টিকে জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি ছিল বলেও দাবি করেন। তিনি বলেন, ‘আপনারা বলতেন তাদের (বিকল্পধারা) অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। এ বিষয়টি জাতির সামনে তুলে ধরতেন।’

মাহী বি. চৌধুরী আরও বলেন, ‘মান্না ভাই আমি জানি আপনি ঐক্যের বিষয়ে আন্তরিক। আমরাও ঐক্যের বিষয়ে হান্ড্রেড পারসেন্ট আন্তরিক। তবে ঐক্যের নামে এখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হইতেছে। আপনাকে দিয়ে ঘোষণা পাঠ করাইতেছে। আমাকেও ঢুকানোর চেষ্টা করছিল। আজকের এই কথাটা শুধু মনে রাইখেন।’

জবাবে মান্না একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘বিষয়টি নিয়ে চিন্তা করবো। আরও কথা বলবো সামনা-সামনি।’

এ সময় মাহী প্রতিউত্তরে বলেন, ‘আমার মনে হয় একটি চক্রান্তের মধ্যে আপনারা ভিক্টিম হয়ে যাচ্ছেন মান্না ভাই। আমি আপনাকে একদম আমার মনের বিশ্বাস থেকে বললাম এখানে আসলে ঐক্যপ্রক্রিয়ার নামে একটি চক্রান্ত ও ষড়যন্ত্র হইতেছে এবং এইটার মধ্যে আমাদের জড়াইয়া ফেলানোর চেষ্টা করা হইছিলো। আল্লাহর রহমত ছিল আমিও বাইচা গেছি এবং আপনাকে দিয়া আজকে ঘোষণাপত্র পাঠ করাইলো। দিস ইজ নাথিং বাট এ কনস্পিরেসি। এখানে কোনো জাতীয় ঐক্যের বিষয় নাই। একটা কনস্পিরেসি হচ্ছে। চক্রান্ত হচ্ছে।’

এ সময় মাহমুদুর রহমান মান্না বিষয়টিকে এত বড় করে দেখছেন না বলে জানান। প্রতিউত্তরে ঐক্য ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে এবং মান্নাকে একটু বিশেষ দৃষ্টি দিয়ে বিষয়টিকে পর্যবেক্ষণের আহ্বান জানান মাহী।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ একুশে পত্রিকাকে বলেন, এদের নিজেদের মধ্যেই কোনো ঐক্য নেই। শুরু থেকেই তাদের মধ্যে অনৈক্য দেখা গেছে। আমরা মনে করি এধরনের জনবিচ্ছিন্ন, জনধিকৃত, আদর্শহীন লোকদের নিয়ে ঐক্য গড়ে দেশজাতির কোনো কাজে আসবে না। উপকারেও আসবে না। কারণ এদের কোনো কিছু করার ক্ষমতা নেই। এদের নিয়ে আওয়ামী লীগ তো ভাবছেই না, দেশের জনগণেরও তাদের নিয়ে কোনো আগ্রহ-ভাবনা নেই।

একুশে/আরএইচ/এটি