মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

| প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০১৮ | ৫:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে দলটি।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রোববার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে লাভলেইন মোড়, এনায়েত বাজার তিনপুলের মাথা প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, তৌহিদুল ইসলাম রাসেল, বজল আহমদ, আলমগীর, নগর ছাত্রদল নেতা রিফাত হোসেন শাকিল, শহিদুজ্জামান রাজিবুল হাসান রানা, আরফাত আলম, সাজ্জাদ হোসেন প্রমুখ অংশ নেন।

একুশে/এসসি