
বন্দর থানা আ.লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খোরশেদ আলম সুজন।
চট্টগ্রাম : বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মিথ্যাচার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বিনষ্টের পাঁয়তারার বিরুদ্ধে আগামী ২৭ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকায় সিইপিজেড চত্বরে অনুষ্ঠেয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে বন্দর থানা আওয়ামী লীগের এক কর্মীসভা বুধবার (২৪ অক্টোবর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
সংগঠনের সভাপতি সাবেক কমিশনার নুরুল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ কোম্পানী, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান ভুলু, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শওকত হোসাইন, বন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ হাসান, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এসকান্দর মিয়া, কামাল উদ্দিন মেম্বার, মোরশেদ আলম, অধ্যক্ষ কামরুল হোসেন, আব্দুল হাকিম, জানে আলম, মোঃ নাছের, শাহেদ বশর, মোঃ হানিফ, হাফেজ ওকার উদ্দিন, সালাউদ্দিন বাদশা, এস.এম আবু তাহের, হাজী আবু নাছের, মোঃ আকতারুজ্জামান, মোঃ সালাউদ্দিন, হাজী হাসান মুন্না, মোঃ আলী মঈনু, জাহিদুল আলম মিন্টু, এস.এম বরকত উল্ল্যাহ, নজরুল ইসলাম টিটু, আবু হানিফ, সরওয়ার জাহান চৌধুরী, হাজী কামরুল হুদা চৌধুরী, হাজী মোজাম্মেল হক চৌধুরী, হাজী ছালামত আলী, হাজী হোসেন কোম্পানী, মোঃ ফরিদ, মোঃ রফিক, ইউসুফ আলী, গনি দোভাষ, সবুজ মল্লিক, কায়সার তালুকদার, বিপ্লব ঘোষ, বিধান চন্দ্র, মোঃ ইমতিয়াজ, মোঃ ফারুক, আব্দুল মোমিন সম্রা, ইকবাল আল নূরী, মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, ফারজানা মুন্নী, সুইটি দে ঝুমু, হাজী হাবিব শরীফ, মোঃ সালাউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আলী প্রমুখ।
খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামকে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে চট্টগ্রামের সাথে পাশ্ববর্তী ভারত, নেপাল, মিয়ানমার এবং সুদূর চীন পর্যন্ত বহুমাত্রিক যোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। একাধিক অর্থনৈতিক জোন, একাধিক কয়লা ও গ্যাসভিত্তিক বৃহৎ বিদ্যুৎকেন্দ্র স্থাপন, মহেশখালী গভীর সমুদ্র বন্দর, বে-টার্মিনাল নির্মাণ করে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়ায় সারা বিশ্বের শিল্প উদ্যোক্তাদের কাছে চট্টগ্রাম আকর্ষণীয় হয়ে উঠেছে। আগামী নির্বাচনে আওয়ামী জোটের বিজয় এই উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবায়নে সাহায্য করবে।
সভায় বক্তাগণ আগামী নির্বাচনে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক জঙ্গী ও লুটেরাদের উত্থান রোধে নৌকা মার্কায় বিজয়ের জন্য ক্লান্তিহীন কর্মপরিকল্পনায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের অত্যন্ত বিনয়ের সাথে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোটের আবেদন জানানোর আহ্বান জানান।
সভায় সকলের জ্ঞাতার্থে জানানো হয়, আগামী ২৭ অক্টোবরের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি