একুশে ডেস্ক : ঐক্যফ্রন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিএনপির সঙ্গে জোট করে জাতীয় ঐক্যফ্রন্টের কিছু কিছু নেতা বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে চাইছেন- এমন বক্তব্যকে ‘হিপোক্রেসি’ এবং ‘মুনাফিকি’ বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট সার্কিট হাউসের সামনে সুরমা নদীর তীরঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
নির্বাচনে আওয়ামী লীগ জিতবে উল্লেখ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, আমি নিশ্চিত আসছে নির্বাচনে আওয়ামী লীগ জিতবে। আর এটাই আমার অর্জন। ফ্রন্টভুক্ত দলগুলো ইতিমধ্যেই জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
সিলেটের উন্নয়নের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উন্নয়ন। এটা স্বীকার করতেই হবে। সুনামগঞ্জের ধর্মপাশার চেলবরসে আলাদা শহর হয়েছে। সুরমা নদী তলদেশ ভরাট ও দূষণের ব্যাপারে অনেক উন্নতিও হচ্ছে।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
একুশে/এসসি