মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

লালদিঘী মাঠ নয়, ঐক্যফ্রন্টের সমাবেশ বিএনপি কার্যালয়ের সামনে

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৮ | ৪:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম : লালদিঘী মাঠে নয়, ২৭ অক্টটোবর ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের অনুমতি মিলল চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে।

শুক্রবার সকালে সিএমপি কমিশনার মাহবুবর রহমান লিখিতভাবে উক্ত স্থানে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

এ উপলক্ষ্যে শুক্রবার সকালে বিএনপির দলীয়  কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের এক প্রস্ততি সভা ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্তিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোঃ শাহাজান, উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, ফজলুল হক ফজু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশীদ, জাফরুল ইসলাম চৌধুরী, আবু সুফিয়ান, জেএসডি সভাপতি গোলাম জিলানী চৌধুরী, নাগরিক ঐক্য আহবায়ক সোহরাব হোসেন, গণফোরাম সভাপতি মুজিবুল হক, সেক্রেটারী এড. জানে আলম, জেএসডি সেক্রেটারী সফিউল আলম খোকন, নাগরিক ঐক্য সেক্রেটারী ফোরকান উদ্দীন লাহেড়ী, বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

সভায় শোষণমুক্ত জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকালের জনসভায় গণতন্ত্রকামী সকল মানুষকে উপস্থিত থাকার জন্যে ডা. শাহাদাত হোসেন অনুরোধ জানিয়েছেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি